Monday , May 20 2024
Breaking News

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব যেভাবে 2023

প্রিয় পাঠক, আমাদের মাঝে অনেকেই জানিনা কিভাবে নতুন জন্ম সনদের জন্য আবেদন করতে হয়। বা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন কিভাবে করে। চলুন আজ আমরা আজ জেনে নেওয়ার চেষ্টা করি কিভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব বা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন যেভাবে করব 2023

নতুন জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র বা ডকুমেন্টসঃ

  • শিশুর টিকা কার্ড (ইপিআই টিকাদান কার্ড)
  • পিতার জন্ম নিবন্ধন কার্ড/ এন আই ডি কার্ড
  • মাতার জন্ম নিবন্ধন কার্ড/এন আই ডি কার্ড

আবেদন প্রক্রিয়াঃ

নতুন জন্ম নিবন্ধনের আবেদনের জন্য জন্ম নিবন্ধন সার্ভার bdris.govt.bd ওয়েব সাইড এ প্রবেস করতে হবে । তবে বর্তমানে bdris.govt.bd এর পরিবর্তে https://eservices.bdris.gov.bd ওয়েব সাইড এ প্রবেস করতে হবে। কারণ বর্তমানে bdris.govt.bd এই সাইডটি পরিবর্তন করা হয়েছে।https://eservices.bdris.gov.bd ওয়েব সাইড এ প্রবেস করার পর বিভিন্ন ধরনের অপসন পাবেন।নিচে একটি নমুনা দেওয়া হল

এর পর জন্ম নিবন্ধন সংক্রান্ত তে প্রবেশ করতে হবে। ফলে আপনি এখানে ৩টি অপশন পাবেন ।

  1. জন্ম নিবন্ধন আবেদন
  2. জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন
  3. মোবাইল নম্বর পরিবর্তন

তাহলে আমাকে ১ নং অপশন এ ক্লিক করতে হবে । এর পর আমরা আবেদনের পেজ এ প্রবেশ করব। এখানে অনেকগুল অপশন পাব কিন্তু কোনোটিতে ক্লিক করে সময় নষ্ট না করে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব।

এর পর ধারাবাহিক ভাবে সঠিক তথ্য দারা সবগুল অপশন পুরন করতে হবে । এক্ষেত্রে একটি বিষয় গুরুত্তের সাথে খেয়াল করতে হবে তা হল জন্ম তারিখ অপশনটি। জন্ম তারিখ ভুল করলে বিভিন্ন ঝামেলা পোহাতে হবে । অনেক সময় সঠিক জন্ম তারিখের ডকুমেন্ট থাকা সত্তেও জন্ম তারিখ সংশোধন করে দিতে চায় না। যাইহোক প্রথম স্টেপ এর সব গুল বক্স পূরণ করে আমাদের পরের স্টেপ এ যেতে হবে পরবর্তী বাটনে ক্লিক করে। জন্ম নিবন্ধনের জন্য আবেদন

এখানে একটি বিষয় বলে রাখা ভাল যে যাদের জন্ম সাল ২০০১ এর পর তাদের ক্ষেত্রে পিতা মাতার জন্ম সনদ বাধ্যতা মুলক। তবে যাদের জন্ম সাল ২০০০ বা তার পূর্বে তাদের ক্ষেত্রে পিতা মাতার এন আই ডি কার্ড হলেই হবে।মানে জন্ম ঠিকানার প্রমান হিসেবে বা সঠিক তথ্য পূরণের জন্য পিতা মাতার এন আই ডি কার্ড প্রয়জন হবে।

এর পর আসবে পিতা ও মাতার তথ্য পূরণের পালা। এখানে পিতা অ মাতার ডিজিটাল জন্ম সনদের নাম্বার ও জন্ম তারিখের বক্স পূরণ করলে পিতা ও মাতার তথ্য অটোমেটিক পূরণ হবে । পিতা ও মাতার তথ্য পূরণ করার পর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।

এর পরে আমাদের জন্ম স্থান ও স্থায়ী ঠিকানা একই কিনা সে বিষয়ের একটি অপশন আসবে । যদি জন্ম স্থান, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হয় তাহলে শুধু টিক চিহ্ন দিয়ে পরের স্টেপ এ জেতে হবে ।

এবারের স্টেপে আমাদের জন্ম নিবন্ধনের আবেদন কারি হিসেবে নিজ অথবা অন্যান্য সিলেক্ট করতে হবে । এখানে যেকোনো একটি সিলেক্ট করে দিতে হবে ।তবে নিজ অপশনটি সিলেক্ট করাই ঝামেলা মুক্ত বলে মনে হয়। এরপর আমাদের ডকুমেন্ট স্ক্যান দেওয়ার পালা । এর জন্য আমাদের শিশুর টিকা কার্ড (ইপিআই টিকাদান কার্ড) এবং পিতার জন্ম নিবন্ধন কার্ড/ এন আই ডি কার্ড অথবা মাতার জন্ম নিবন্ধন কার্ড/এন আই ডি কার্ড স্ক্যান করে নিতে হবে । স্ক্যান করা ডকুমেন্ট সংযুক্তি নামক অপশন এ ক্লিক করে আপলোড করতে হবে। এর পর আপনাকে ২টি ডকুমেন্ট এর জন্য পৃথক ২টি অপশন সিলেক্ট করতে হবে ।

১। শিশুর টিকা কার্ড (ইপিআই টিকাদান কার্ড) স্ক্যান আপলোড এর বক্সে প্রথম অপশনটি (চিকিৎসক করতৃক প্রত্যয়য় পত্র…) সিলেক্ট করে স্টার্ট(Start) অপশনটিতে ক্লিক করতে হবে।

২।দ্বিতীয় ডকুমেন্টটির ক্ষেত্রে স্ক্যান আপলোড এর বক্সে দ্বিতীয় অপশনটি (পিতা/মাতা/পিতামহো…) সিলেক্ট করে স্টার্ট(Start) অপশনটিতে ক্লিক করতে হবে এবং পরবর্তী বাটনে ক্লিক করতে হবে

এর পর আমাদের সকল তথ্য চেক করার জন্য একটি পেজ আসবে। শেখানে এইরকম একটি লেখা থাকবে যে, আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান। মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটিতে আর এডিট করার সুযোগ থাকবে না। সুতরাং সকল তথ্য ভালোভাবে দেখে নিতে হবে।

এর পর সর্বশেষ ই-মেই ও মোবাইল নম্বর এর বক্স পূরণ করতে হবে। এবারে যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সে মোবাইল নম্বরে ভেরিফিকেশন করার জন্য একটি ওটিপি কোড যাবে। সেই কোডটি পুর করে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সাবমিট হবে।

তাহলে আমাদের আবেদন কাজ সম্পন্ন হয়ে গেল। এবার শিশুর টিকা কার্ড (ইপিআই টিকাদান কার্ড) পিতার জন্ম নিবন্ধন কার্ড/ এন আই ডি কার্ড ফটোকপি, মাতার জন্ম নিবন্ধন কার্ড/এন আই ডি কার্ড ফটোকপি এবং আবেদন নম্বর সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিশোধ/সিটিকরপরেশনে জমা দিতে হবে। সঠিক তথ্য ও কাজগ পত্র সঠিক হলে ইউনিয়ন পরিশোধ/সিটিকরপরেশন একটি নতুন জন্ম সনদ দিবে। ধন্যবাদ সবাইকে

প্রিয় পাঠক , প্রতিনিওত সিক্ষামুলক পোস্ট পেতে আমাদের সাথাই থাকুন। যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে। যুক্ত হতে নিচের বাটনে ক্লিক করুন এখানে ক্লিক করুন

ব্যবসায় কি ? ব্যবসায়ের সংজ্ঞা এবং ব্যবসায় ধারণা নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

About admin

Check Also

নতুন ভোটার আবেদন ২০২৩ | অনলাইনে নতুন ভোটার আইডি আবেদন

নতুন ভোটার আবেদন ২০২৩ | অনলাইনে নতুন ভোটার আইডি আবেদন

প্রিয় পাঠক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটি হল নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *