Monday , May 20 2024
Breaking News

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই|online birth certificate check 2023

প্রিয় পাঠক, প্রতিদিনের ন্যায় আজ আমরা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই|online birth certificate check ।

আমরা জন্ম নিবন্ধন বিষয়ক বিভিন্ন পোস্ট ইতোপূর্বে করেছি এবং দেখিয়েচ কিভাবে নতুন জন্ম নিবন্ধন করতে হয়, কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে হয়, কিভাবে মৃত্যু নিবন্ধন করতে হয় ইত্যাদি। পাসাপাশি আজ আমরা জন্ম নিবন্ধন অনলাইনে অন্তর্ভুক্ত আছে কি না বা তথ্য ঠিক আছে কি না সেটি কিভাবে দেখতে হয় তা জানার চেষ্টা করব। তো কথা না বারিয়ে চলুন শুরু করা যাক

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই পদ্ধতি

জন্ম নিবন্ধন চেক করার জন্য কয়েকটি ধাপ পার হতে হবে।এগুলো নিচে ধারাবাহিক ভাবে আলোচনা করা হলঃ

ধাপ-১

প্রথম ধাপে জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা বা জন্ম নিবন্ধনের তথ্য সঠিক আচে কি না সেটি জানার জন্য আমাদের নিচের লিঙ্ক এ প্রবেশ করতে হবে । এই লিংকে প্রবেশের পর নিচের ছবিটির মত একটি পেজ আসবে।

ধাপ-২

দ্বিতীয় ধাপে আমাদে যা করতে হবে তা হলো প্রথম বক্সে জন্ম নিবন্ধন নাম্বার লিখতে হবে। এখানে একটি বিষয় বলে রাখি তা হল জন্ম নিবন্ধন নাম্বার কপি করে এনে এখানে বসানো যায় না। আমাদের লিখে পূরণ করতে হবে। এর পর জন্ম তারিখ পূরণ করতে হবে। এই খানে বেশিরভাগ লোকই আমরা ২টা ভুল করে থাকি তাহলো

  1. দিন/মাস/সাল পূরণ করে থাকি যা ভুল
  2. সঠিক ভাবে লিখলেও হাইফেন(-) না দিয়ে স্লাশ/ ব্যবহার করে থাকি

তাহলে আমাদেরকে সতর্কতার সাথে প্রথমে বছর-মাস-তারিখ (year-month-date) পূরণ করতে হবে।

ধাপ-৩

দ্বিতীয় ধাপের পর তৃতীয় বা শেষ ধাপে আমাদের একটি অংক কশতে হবে । অংকটি যোগ বা বিয়োগ হতে পারে। তাহলে আমাদের অংকটি কশে সঠিক উত্তরটি বক্সে লিখতে হবে। এর পর search অপশনটিতে ক্লিক করতে হবে। এর পর আমরা নিচের ছবিটির মত একটি পেজ দেখতে পাব । এখানে তথ্য ঠিক আছে কি না চেক করা যাবে ।

আমরা চাইলে এই কপিটি বের করতে পারি।এই কপিটিকে সাধারণত ভেরিফাই কপি বলা হয়। ভেরিফাই কপি বের করার জন্য আমাদের যা করতে হবে তা খুবই সিমপিল।শুধু control+p চাপলেই প্রিন্ট অপশন চলে আসবে। এর পর আমরা প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করতে পারব। এখানে একটি বিষয় অনেকেই ভুল করে তা হলো এই কপিটি অনেকেই বের করার পর চেয়্যারম্যান এর সাক্ষর করে নিতে চায়। আসলে বিষয়টি হচ্চে এই কপিটি ভেরিফাই কপি । এই কপিতে কোন সাক্ষর করতে হয় না।

প্রিয় পাঠক, আশাকরি বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। তার পরেও কোন পয়েন্ট বুঝতে বা ভুল তথ্য মনে হলে কমেন্ট করে জানাতে পারেন।আমরা তা পরবর্তীতে সংযোজন করব।

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব যেভাবে, বা নতুন জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজ পত্র বা ডকুমেন্টস নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজ লাগে বা কত টাকা লাগে তা নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই|online birth certificate check সম্পর্কিত কোন পয়েন্ট উঠে না আসলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তিতে আমরা তা হালনাগাত করে পয়েন্ট আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। এছারা প্রতিনিয়ত সিক্ষামুলক পোস্ট পেতে আমাদের সাথাই থাকুন। যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম | অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন-NID Card Correction সম্পর্কে বিস্তারিত জানতে এখামে ক্লিক করুন clik here

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই, অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৩, জন্ম নিবন্ধন যাচাই | Jonmo Nibondhon Jachai, জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2023

About admin

Check Also

নতুন ভোটার আবেদন ২০২৩ | অনলাইনে নতুন ভোটার আইডি আবেদন

নতুন ভোটার আবেদন ২০২৩ | অনলাইনে নতুন ভোটার আইডি আবেদন

প্রিয় পাঠক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটি হল নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *